শাহ্ নাজ পারভীন (shahnaz parvin)
প্রথম পাতা » জীবনী » শাহ্ নাজ পারভীন (shahnaz parvin)শাহ্ নাজ পারভীন ঢাকা জেলার একটি মধ্যবিত্ত সংস্কৃতিমনা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । বাবা প্রয়াত ইউনুছ মিয়া, মা প্রয়াত বেগম কামরুন নাহার। ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও দর্শনে স্নাতকোত্তর শাহ্নাজ পারভীন লেখাপড়ার পাশাপশি সংসারের শতবন্ধন ও প্রতিকূলতার মাঝেও নিজেকে মুক্ত করে মেলে ধরেন কবিতা আবৃত্তি, উপস্থাপনাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে। সম্প্রতি তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন দৈনিক, মাসিক ও সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা লিখছেন ।
বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রথম কাব্যগ্রন্থ ‘নোনাজল ছুঁয়ে’, ২০১৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় কাব্যগ্রন্থ ‘দলছুট মেঘ’, ২০১৯ সালে অমর একুশে গ্রন্থমেলায় কাব্যগ্রন্থ ‘করপুটে জমা জল’ প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র:. ২০২০ সালে প্রকাশিত ‘নক্ষএের অয়োময় সংসার’ গ্রন্থ থেকে সংকলিত।