এস.এ. আবুল হায়াত ( নাট্যব্যক্তিত্ব)
প্রথম পাতা » জীবনী » এস.এ. আবুল হায়াত ( নাট্যব্যক্তিত্ব)জন্ম ১৯৪৪ এর ৭ সেপ্টেম্বর। আবুল হায়াত দেশের একজন প্রখ্যাত অভিনয়শিল্পী ও নাট্যকার। তিনি শতাধিক বেতার নাটক, সহস্রাধিক টিভিনাটক ও শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মঞ্চে তাঁর অভিনয়ের
হাজার রজনী ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, লিবিয়া ও জাপানের মঞ্চে অভিনয় করেছেন। পেশাগত জীবনে এসএ আবুল হায়াত একজন প্রকৌশলী। ১৯৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রকৌশলী হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন ও অভিনয়ের পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, রম্যরচনা, বেতার ও টেলিভিশন নাটক এবং মঞ্চনাটক রচনা
করেছেন। কলামলেখক হিসাবেও তিনি পাঠকসমাদৃত। আবুল হায়াত এ পর্যন্ত কয়েকশত জনপ্রিয় টিভি নাটক রচনা ও নির্মাণ করেছেন। তিনি ছিলেন ১৯৬৯- ৭০’এর সাংস্কৃতিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সংগঠক। দেশের গ্রুপ থিয়েটার আন্দোলনেরও তিনি একজন পথিকৃৎ কর্মী। আবুল হায়াত ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক
কর্মেও নিবিড়ভাবে জড়িত। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব এসএ আবুল হায়াতকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।