রবিউল ইসলাম (robiul islam)

প্রথম পাতা » জীবনী » রবিউল ইসলাম (robiul islam)


রবিউল  ইসলাম (robiul islam)

 

রবিউল  ইসলাম    জন্ম ১৫ জুলাই ১৯৮২, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। পৈতৃক নিবাস পরানখালি গ্রামে হলেও জন্ম নানির বাড়ি পদ্মাপাড়ের গ্রাম কুচিয়ামোড়ায়। জীবনের বড় অংশই অতিবাহিত হয় সেখানে । কৈশরে কিছুটা সময় পৈতৃক নিবাসে কাটলেও তা দীর্ঘস্থায়ি হয়নি। পারিবারিক কারণে স্বপরিবারে চলে আসেন একই উপজেলাধীন সাতবাড়িয়া গ্রামে। বর্তমান নিবাস সেখানেই। বাবা আফাজ উদ্দীন ও মা লুৎফা বেগমের বড় সন্তান তিনি। আর্ট শিল্পে লেখকের ভালো দক্ষতা ছিল। জমিদার ঘরে জন্ম হওয়া সত্ত্বেও পারিবারিক ব্যয় মেটাতে সেটাকেও আশ্রয় করতে হয় কিছুদিন। বর্তমান পেশা চাকরি। তিনি ছিলেন সংস্কৃতমনা। মুক্তমঞ্চ থিয়েটার নামে একটি নাট্য সংগঠনের সাথে পাঁচ-ছয় বছর কাজ করেন। খেলাধুলাতেও তিনি বেশ ভালো ছিলেন জীবনে কখনও প্রথম ছাড়া দ্বিতীয় পুরস্কার পাননি। গানের গলা ভালো, এই মর্মেও সুখ্যাতি আছে। তার লিখার হাতেখড়ি স্কুল জীবন থেকেই। বাৎসরিক স্কুল ম্যাগাজিন ও বিভিন্ন পত্র-পত্রিকায় তার লিখা ছাপা হয়।

তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত  ‘ভালো ছাএ হওয়া ও পরীক্ষায় ভালো ফলাফল করার সহজ কৌশল’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ