ড. রহমান হাবিব (dr. rahman habib)

প্রথম পাতা » জীবনী » ড. রহমান হাবিব (dr. rahman habib)


ড. রহমান হাবিব  (dr. rahman habib)

ড. রহমান হাবিব  এর জন্ম চাঁদপুর জেলার মতলব থানার কলস ভাঙ্গা গ্রামে ১৯৭০ সালের ২১শে অক্টোবর। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয় (চট্টগ্রাম) থেকে এস.এস.সি এবং ১৯৮৮ সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাস করেন। জাহাঙ্গীরনগর এইচ.এস.সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি ১৯৯২ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৯৩ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে থিসিস গ্রুপে এম. এ পরীক্ষাতেও তিনি প্রথম শ্রেণীপ্রাপ্ত। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ড. রহমান হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বাংলাদেশের প্রবন্ধ : সমাজ ও রাজনীতি (১৯৫০-২০০০)’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে ২০০৫ সালে পিএইড.ডি ডিগ্রি অর্জন করেন। অধ্যয়ন, অধ্যাপনা এবং লেখালেখিতে লেখকের কর্মধারা কেন্দ্রীভূত। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি তাঁর লেখালেখি অব্যাহত রেখেছেন।
ড. রহমান হাবিব রচিত গ্রন্থাবলি : ১. নজরুল নন্দনতত্ত্ব : পুনর্গঠন ও সূত্রায়ণ (ঢাকা, নবযুগ প্রকাশনী, ২০০৫) ২. বাংলাদেশের কবিতা ও উপন্যাসের দর্শন এবং আহমদ ছফার সৃষ্টিবিশ্ব (ঢাকা, নবযুগ প্রকাশনী, ২০০৫) ৩. অবিভক্ত বাংলার নাট্যচর্চার পটভূমি এবং মুনীর চৌধুরীর নাটক (ঢাকা, জাতীয় গ্রন্থ প্রকাশন, ২০০৫) ৪. আল মুজাহিদী : মৃত্তিকার কবি (ঢাকা, সূচীপত্র, ২০০৫) ৫. বিংশ শতাব্দীর বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক দর্শন (পিএইচ. ডি অভিসন্দর্ভের গ্রন্থরূপ; ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ) ৬. রবীন্দ্রকাব্যদর্শন (ঢাকা, সূচীপত্র, ২০০৬) ৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্য (ঢাকা, নবযুগ) ৮. বাঙালির সাঙ্গীতিক সংস্কৃতি এবং অধ্যাত্মবাদ, ৯. প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য এবং চিত্রশিল্পে ফোকলোর : বাঙালির হৃদয়-উৎস, (ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ) ১০, আধুনিক বাংলা কবিতা, কথাসাহিত্য ও ভাষাবিজ্ঞানে লোকসংস্কৃতি (ঢাকা, জাতীয় সাহিত্য প্রকাশ) ১১. রবীন্দ্রকাব্যের ধ্রুপদী দর্শন।
তথ্যসূত্র:. ২০০৭   সালে প্রকাশিত  ‘আধুনিক বাংলা কবিতা, কথাসাহিত্য ও ভাষাবিজ্ঞানে লোকসংস্কৃতি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ