রোকসানা লেইস (roksana leis)
প্রথম পাতা » জীবনী » রোকসানা লেইস (roksana leis)রোকসানা লেইস
পাহাড় ঘেরা সৌন্দর্য আর নদী হাওরের শাস্ত মৌনতায় বড় হয়ে উঠলেও প্রচন্ড আকর্ষন উত্তাল তরঙ্গের প্রতি। প্রজাপতির পাখায় উড়ে যেতে যেতে প্রকৃতি প্রেমী মন থেমে যায় অসহায় মানুষের কান্নায় এই কবি, কথাশিল্পীর বুকের ভিতর গুমরে উঠে অসহায়ত্ব। মানুষের বৈষম্য বড় কাঁদায় ।
ডা. আবুল লেইস আর রাবেয়া লেইসের কন্যা রোকসানা লেইস আপন মনে রঙ আর শব্দ নিয়ে খেলেন। পৃথিবীর জীবন বৈচিত্রের রূপ কষ্ট সুখ, ভালোলাগা, ভালোবাসা, কবিতা, গল্প, গান, ভ্রমণ, যাপিত জীবন ক্যানভাস তার অক্ষরে সাজান। ভ্রমণ প্রিয় রোকসানা নিজেকে ভাবেন পৃথিবীর মানুষ। বর্ণ বৈষম্য ভেদাভেদের চেয়ে মানুষ তার কাছে বড়। বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কিন্তু প্রতিদিন পাঠ লাভ করেন, মানুষের কাছে প্রকৃতি থেকে। গুরুত্ব দেন শিশুদের। জাতীয় কবিতা পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম-যন্ত্রণার সাথে জড়িত। রোকসানা লেইস বেছে নিয়েছেন লেখক জীবন, দেশ বিদেশের পত্র-পত্রিকা, ওয়েব প্রকাশনে সমান ভাবে পদচারণা। এডভেঞ্চার প্রিয় রোকসানা লেইস সুযোগ পেলেই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।
তথ্যসূত্র: ২০১১ সালে প্রকাশিত ‘আলোর যাএা’ গ্রন্থ থেকে সংকলিত।