তামান্না আনওয়ার (tamanna anwar)

প্রথম পাতা » জীবনী » তামান্না আনওয়ার (tamanna anwar)


তামান্না আনওয়ার (tamanna anwar)

তামান্না আনওয়ার
মরহুম আনওয়ার উল্লাহ তালুকদার ও মরহুমা আনোয়ারা আনওয়ার মনু’র সর্বকনিষ্ঠ সন্তান ‘তামান্না আনওয়ার’ । জন্ম ৩১ শে জুলাই, সিংহ রাশির জাতিকা, নারায়ণগঞ্জ জেলার আদমজী নগরের সুমিলপাড়া নামক ছোট এক মফস্বল শহরের তালুকদার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবন : সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি ও গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা থেকে বি এস সি (সম্মান) ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। এছাড়া আই এল এস (ইন্সটিটিউট অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স) থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা পাশ করেন। একজন এন জি ও কর্মী হিসাবেই প্রথমে কর্ম জীবনে প্রবেশ, অতপর একটি সায়ত্ত্বশাসিত সরকারি প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরিয়ানের দায়িত্বে কর্মরত আছেন। ব্যক্তি জীবনে চার বোন ও এক ভাইয়ের মধ্যে তাঁর স্থান পঞ্চম। এছাড়া তাঁর একমাত্র সন্তান ‘পূণ্য দীপ’। কবিতা চয়নের মাধ্যমেই তাঁর সাহিত্যাঙ্গনে প্রবেশ। প্রথম প্রকাশিত প্রবন্ধ ‘নির্যাতিতা নারী’ । এরপর পূর্ণাঙ্গ উপন্যাস ‘তুলির অভিলাষ’ প্রকাশিত হয় ২০০৮ সালে । কর্মময় জীবনের তাগিদেই বিভিন্ন দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, সাহিত্য পত্রিকায় তাঁর নানা প্রবন্ধ প্রকাশিত হয়। বর্তমানে ‘নজরুল ও অন্যান্য ভাবনা’ নামক প্রবন্ধ গ্রন্থটি ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংকলন গ্রন্থ ।

তথ্যসূত্র: ২০১৪ সালে প্রকাশিত  ”নজরুল ও অন্যান্য ভাবনা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ