মোহাম্মদ সোলায়মান (mohammad solaiman shohaj)

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ সোলায়মান (mohammad solaiman shohaj)


মোহাম্মদ সোলায়মান (mohammad solaiman shohaj)

মোহাম্মদ সোলায়মান  সহজ তিনি বাস্তবে একজন প্রতিভাময় কবি। ছোটবেলা থেকেই তিনি কবিতা ছড়া গল্প ও উপন্যাস লেখালেখি করে আসছেন। তিনি বাস্তব বিষয়ের উপরেই লেখেন। তিনি ১৪২৪ বাংলা সালে ২০১৮ইং ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষার মাসে বাংলা একাডেমি বইমেলায় “কে গো তুমি” বর্তমান উপন্যাসটি প্রকাশ করেছেন। ১৯৯৭ইং সালে বাংলা একাডেমির বইমেলায় তিনি “আড়ালের সব স্মৃতি” নামে আরো একটি উপন্যাস প্রকাশ করেছিলেন। তার “ভালোবাসার বাগান বাড়ি, নামে একটি সময় উপযোগী কবিতার বই প্রকাশের অপেক্ষায় আছে।
কবি মোহাম্মদ সোলায়মান সহজ ৯০ এর দশক থেকেই পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন। দেশের প্রায় ৭০/৮০টি ছোট বড় পত্রপত্রিকা ও ম্যাগাজিন এর মাধ্যমে তার বহু কবিতা, ছড়া, ছোটগল্প ও উপন্যাস প্রকাশ হয়েছে। বর্তমানেও তার কবিতা ছড়া গল্প ও উপন্যাস প্রকাশ হচ্ছে। তিনি স্থানীয় দুটি পত্রিকার সম্পাদক ও উপদেষ্টা ছিলেন। ব্যক্তিগত কারণে প্রায় সতের বছর তিনি লেখালেখি বন্ধ রেখেছিলেন।
কবি মোহাম্মদ সোলায়মান সহজ নোয়াখালী জেলার অন্তরগত চাটখিল উপজেলাস্থ চাটখিল পৌরসভার ২ নং ওয়ার্ড এর সুন্দরপুর গ্রামে শুভ সুন্দর সময়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সারেং বাড়িতে ১৯৬৯ইং সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত : মোহাম্মদ মিয়া মাতা মৃত : সালেহা বেগম।

তথ্যসূত্র:  ২০১৮  সালে প্রকাশিত  ‘কে গো তুমি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ