কিরণ আহমেদ (kiron ahmed)

প্রথম পাতা » জীবনী » কিরণ আহমেদ (kiron ahmed)


কিরণ আহমেদ (kiron ahmed)

কিরণ আহমেদ
জনা। ১লা বৈশাখ ১৩৮৫ বঙ্গাব্দ রোজ শুক্রবার (১৪ এপ্রিল ১৯৭৮ খ্রিস্টাব্দ), কুমিল্লা জেলার, লাকসাম উপজেলাধীন মধ্য লাকসাম মহল্লায়, যা কবির বর্তমান এবং স্থায়ী নিবাসও বটে। পৈতৃক নিবাস, নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের অন্তর্গত পুজকরা গ্রাম । পিতা ডা. মো. আবুল হাসেম, একজন প্রবীন হোমিও চিকিৎসক । মাতা খন্দকার খালেদা হাসেম, একজন গৃহিনী। পড়াশুনা: ১৯৯৩ খ্রিস্টাব্দে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ খ্রিস্টাব্দে ন.ফ. সরকারী কলেজ থেকে এইচএসসি, ১৯৯৯ খ্রিস্টাব্দে সরকারী জগন্নাথ কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলায় স্নাতক (সম্মান) এবং একই প্রতিষ্ঠান থেকে একই বিষয়ে ২০০০ খ্রিস্টাব্দে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন । কর্মজীবন: বর্তমানে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলাধীন লালচাঁদপুর আজহারিয়া ফাযিল মাদ্‌রাসায় বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন ।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত ‘গোধূলির বৈলাভূমে দাঁড়িয়ে’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ