আবু বক্কর সিদ্দিক (abubakkar siddik)

প্রথম পাতা » জীবনী » আবু বক্কর সিদ্দিক (abubakkar siddik)


আবু বক্কর সিদ্দিক (abubakkar siddik)

আবু বক্কর সিদ্দিক  ০৫ জুলাই, ১৯৭৫ সালে বাংলাদেশের উর্বর ভূমি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই তিন বোনের মধ্যে সবার ছোট। কিশোর বয়সে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় স্বরচিত কবিতা আবৃত্তি করে শ্রেষ্ঠ পুরষ্কারে ভূষিত হয়। তাছাড়াও তিনি সেনা বার্তা, বিভিন্ন ম্যাগাজিন, অনলাইন পত্রিকা ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে ‘প্রবাসে ও তুমি’ বাংলায় স্বরচিত কবিতা আবৃত্তি করে জাতিসংঘ সনদসহ বাঙালী জাতির মান উঁচু করেন। তিনি ফ্রান্স, পূর্ব তিমুর, ঘানা ও আইভরিকোস্ট আবিদজানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ‘স্বদেশ কবির দীর্ঘশ্বাস’ লেখকের লেখা তৃতীয় কবিতার বই। এর আগে প্রকাশিত ‘প্রবাসে ও তুমি,’ ‘ইচ্ছেগুলো’সহ আরো দুটি বই বাংলা একাডেমির নজরুল মঞ্চ ও মুক্তিযুদ্ধ যাদুঘরে সরকারে উচ্চ পর্যায়ের মন্ত্রী, সচিব ও দেশ বরেণ্য কবি-লেখক ও গুণীজনদের উপস্থিতিতে মোড়ক উন্মোচন করেন।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘স্বদেশ কবির দীর্ঘ শ্বাস” গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ