আমিনুর রহমান (Aminur Rahman)

প্রথম পাতা » জীবনী » আমিনুর রহমান (Aminur Rahman)


আমিনুর রহমান (Aminur Rahman)

আমিনুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার পাংখারচর গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মৃত মো: আবুল হোসেন শেখ এবং মাতা মৃত মিসেস শাহারা বানু। আট ভাই এক বোনের মধ্যে তার অবস্থান অষ্টম। তিনি ঢাকা কলেজ থেকে বি. এ অনার্স সহ মাষ্টার্স পাস করেন। বর্তমানে তিনি একটি অস্ট্রেলিয়ার এনজিও (দি ফ্রেড হলোস ফাউন্ডেশন) এ কর্মরত। তিনি স্কুল জীবন থেকে ছোটদের কবিতা এবং ছোট গল্প লেখার সাথে জড়িত ছিলেন। তার লেখা কবিতা এবং ছোটগল্প স্থানীয় পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সমাজ চিত্র তার লেখা প্রথম প্রকাশিত কবিতার বই ।
তার লেখা প্রকাশিত অন্যান্য বই সমূহ: বোবা কান্না, রহস্যময় বাগান, আমার স্বাধীনতা, বকুল, মানিক ও তার বানর বন্ধু, প্রেতাত্মা এবং অসমাপ্ত পরিণতি। এ বৎসর (একুশে গ্রন্থমেলা ২০১৮) প্রকাশিত হবে উপন্যাস মন্টুর জন্মদিন।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ‘মন্টুর জন্মদিন’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ