নাজমুন নাহার ইউনা ( najmun nahar una)
প্রথম পাতা » জীবনী » নাজমুন নাহার ইউনা ( najmun nahar una)নাজমুন নাহার ইউনা ঢাকায় জন্ম । দেশের বাড়ী ফরিদপুরের পশ্চিম খাবাশপুর । বাবা মৃত এ এইচ এম নুরুল ইসলাম । তিনি উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ছিলেন । মা মৃত ফাতেমা বেগম একজন গৃহিনী ছিলেন । স্কুল-কলেজ লালমাটিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ডিগ্রী । জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে ১৯৯৫ সালে মাস্টার্স । নয় ভাইবোনের মধ্যে তিনি সপ্তম । পরিবারের অনেকেই সাংস্কৃতিক পড়িমন্ডলের সাথে জড়িত । বাবা ছিলেন একজন অভিনেতা ও আবৃত্তিকার । ইউনা বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ দিন একজন তালিকাভূক্ত ঘোষিকা ও উপস্থাপিকা হিসাবে কাজ করেছেন । এছাড়াও তিনি সংগীত শিল্পী । বুলবুল ললিতকলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত । বর্তমানে ১৫ বছর ধরে তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকার ফ্লোরিডায় বসবাস করছেন । প্রবাসেও তিনি নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এ ছাড়া আমেরিকায় প্রথম মিস বাংলাদেশ USA beauty pageants আয়োজন করেন ।
তথ্যসূত্র: ২০১৮ প্রকাশিত সালে ‘’সে এক অন্যরকম মানুষ’ গ্রন্থ থেকে সংকলিত।