দেওয়ান লালন আহমেদ (dewan lalon ahmed)

প্রথম পাতা » জীবনী » দেওয়ান লালন আহমেদ (dewan lalon ahmed)


দেওয়ান লালন আহমেদ (dewan lalon ahmed)


দেওয়ান লালন আহমেদ  ১৯৭৮ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন ঢাকার নটরডেম কলেজে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন। লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই, স্কুলের দেয়ালিকা হতে লেখার হাতেখড়ি। প্রথম প্রকাশিত গ্রন্থ ২০১৬ সালের একুশের বইমেলাতে ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’, ২০১৭ সালের একুশের বইমেলাতে তার দ্বিতীয় গ্রন্থ ‘পুলিশের খেরোখাতা’ প্রকাশিত হয়েছে। অবসরে লেখালেখিতে ব্যস্ত থাকেন, তার লেখা গল্প কবিতা প্রবন্ধ দেশের জাতীয় পত্রিকা সমুহে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের মুখপাত্র ডিটেক্টিভ পত্রিকায় নিয়মিত লিখেন। এক সময় ছদ্মনামে ব্লগে লিখতেন, ব্লগার স্বীকৃতি হিসেবে প্রথম আলো ব্লগ থেকে পুরস্কার পেয়েছেন ৷

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘বিতং বনে বন বনিয়ে’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ