ওয়াহিদুজ্জামান আকন্দ (wahiduzzaman akhanda)
প্রথম পাতা » জীবনী » ওয়াহিদুজ্জামান আকন্দ (wahiduzzaman akhanda)ওয়াহিদুজ্জামান আকন্দ
পিতার চাকরির সুবাদে জন্ম চাঁদপুর জেলায়। নিজ জেলা শরীয়তপুর। সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র। পেশায় একজন স্বনামধন্য বক্ষব্যাধি চিকিৎসক। লেখালেখি, ঘোরাঘুরি, বাগান করা লেখকের প্রিয় শখ। ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে কবির সুখের সংসার।
বাবার বদলির চাকরি, নিজের পড়াশোনা ও চাকরিগত কারণে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ আর পরিদর্শনের সুযোগ হয়েছে লেখকের। বিশেষ করে ময়মনসিংহ-এর ত্রিশাল উপজেলায় শৈশব-কৈশোর এবং প্রতিবছর ময়মনসিংহ থেকে শরীয়তপুরের নাজিমপুরে গ্রামের বাড়ি বেড়ানোর অসাধারণ সুখময় স্মৃতি লেখকের কলমে চমৎকারভাবে উঠে এসেছে। সিলেটে লেখাপড়া করার কারণে সিলেট দর্শনে সমৃদ্ধ হয়েছেন কবি । চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়েছেন জাপান থেকে।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘নিপুণ সর্বনাশ’ গ্রন্থ থেকে সংকলিত।