নিলুফার জাহান (nilufar jahan)
প্রথম পাতা » জীবনী » নিলুফার জাহান (nilufar jahan)নিলুফার জাহান জন্ম: চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ২৫ ফেব্রুয়ারি ১৯৬৪ সালে মামার বাড়ি মাদারীপুরে জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই পড়ার অভ্যাস। পাঁচ ভাই দু’বোনের মধ্যে তিনি দ্বিতীয় । মা গৃহিণী, রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন।
শৈশব: বাবা সরকারি চাকুরি করতেন বিধায় বিভিন্ন জায়গায় তাঁর শৈশব কেটেছে । যেমন কুমিল্লা, চট্টগ্রাম, মাদারীপুর, লাকসাম। পড়াশোনা: কুমিল্লা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । এছাড়া Alternative Medicine এর উপর পড়াশোনা করে ডি.এইচ.এম.এস ডিগ্রি অর্জন করেছেন । কর্ম: ১৯৯৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যডারের কর্মকর্তা হিসেবে সরকারি কলেজে অধ্যাপনার কাজে নিয়োজিত হন । বর্তমানে তিনি কবি নজরুল সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্তব্যরত আছেন । সাহিত্য চর্চায় অনুপ্রেরণা: বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর শিক্ষকগণ বিশেষতঃ ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, ফকরুল আলম স্যারকে সাহিত্য চর্চা করতে দেখে লেখার দিকে আকৃষ্ট হন ।
ভ্রমণ: চীন, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে ভ্রমণ করেন । ব্যক্তিগত জীবন: স্বামীও শিক্ষকতার পেশায় ছিলেন। বর্তমানে ব্যবসা করছেন। তাঁর দুই ছেলে সন্তান রয়েছে। দু’জনেই ইঞ্জিনিয়ারিং পড়ছে।
প্রকাশনা: বিভিন্ন ম্যাগাজিন ও দৈনিক পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া প্রকাশিত হয়। তাঁর একক কাব্যগ্রন্থ হলো ‘রঙিন অক্ষরে অঙ্কিত’। একক গল্পগ্রন্থ ‘তবুও সুখী’ বেশ পরিচিত । আর ছোটদের ছড়ার বই ‘পরীর বেশে ছড়ার দেশে’, ‘প্রজাপতি মেলছে ডানা’, ‘সবুজকুড়ি’
তথ্যসূত্র: ২০২২ সালে প্রকাশিত ‘ফিরোজার ফুল’ গ্রন্থ থেকে সংকলিত।