ওয়ালিদ হাসান (walid hasan)

প্রথম পাতা » জীবনী » ওয়ালিদ হাসান (walid hasan)


 ওয়ালিদ হাসান (walid hasan)

ওয়ালিদ হাসান  জন্ম ১৯৮০ সালের ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলায়। তিনি বলেন আমি বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতির ছাত্র। কবিতা লেখার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, গান ও নাটক লেখেন । তার কাব্যগ্রন্থ ‘নন্দিতা তুমি, ‘এসো ভালোবাসি আর একবার’, ‘ভালোবাসা এবং তুমি’, ‘কতগুলো শব্দের চোখে জল’ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ।

তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত  ‘কতগুলো শব্দের চোখে জল’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ