পুস্পিতা দাস পিউ (puspita das piu)

প্রথম পাতা » জীবনী » পুস্পিতা দাস পিউ (puspita das piu)


পুস্পিতা দাস পিউ  (puspita das piu)

পুস্পিতা দাস পিউ
জন্ম ১২ মে ১৯৯৫, জেলা- হবিগঞ্জ, উপজেলা- হবিগঞ্জ, বিভাগ- সিলেট। বাবা- প্রবীর দাস, মা- সেবিকা দাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ২০১৮ সালে বিএ (অনার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিভাগ থেকে মাস্টার্সে অধ্যায়নরত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ : ‘পদ্মপাতায় জলপ্রেম’ ২০১৮ সালে প্রকাশিত হয়। তিনি ২০০২ সালে অঙ্কনের উপর গোল্ড মেডেলিস্ট। তিনি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা, ছোটগল্প, অনুগল্প লিখেন। তিনি বিভিন্ন কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরষ্কার পেয়েছেন। তিনি সাহিত্যপ্রেমী,


তথ্যসূত্র:
২০২০  সালে প্রকাশিত ‘নিভৃতচারী’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ