নারগিস সোমা (Nargis Soma)

প্রথম পাতা » জীবনী » নারগিস সোমা (Nargis Soma)


নারগিস সোমা (Nargis Soma)

নারগিস সোমা  মূলত একজন চিত্রশিল্পী।
চিত্রশিল্পী হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করলেও কাব্যভুবনে তিনি নবীন। ১৯৮৩ সালে ২১ জুন খুলনার খালিশপুরে তাঁর জন্ম। বাবা মো. আব্দুল খালেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা সকিনা বেগম গৃহিণী।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে রাজশাহী আর্ট কলেজে প্রাচ্য চিত্রকলার প্রভাষক হিসেবে কর্মরত।
নারগিস সোমার শিল্পীসত্তা বহুমাত্রিক ও বৈচিত্র্যময় । তিনি আবহমান বাংলার বিভিন্ন লোকজ উপাদানকে চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অপূর্ব দক্ষতায়। চিত্রকলায় অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৩টি পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন অসংখ্য সংবর্ধনা ।
স্বামী মো. জাফর সাদিক একজন চাকরিজীবী এবং শিল্পানুরাগী। একমাত্র সন্তান ষড়ংকে নিয়ে তাঁদের সুখের সংসার।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘আরণ্যক জ্যোৎস্নায় একাকি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ