রিনাৎ সুলতানা (rinat sultana)
প্রথম পাতা » জীবনী » রিনাৎ সুলতানা (rinat sultana) রিনাৎ সুলতানা ১৯৮০ সালের ৩ রা এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের চরবহলা গোবিন্দপুরের প্রত্যন্ত অঞ্চলে জন্ম। বাবা মৃত আব্দুল বারী, মাতা মোছাঃ মনোয়ারা বেগমেরর পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। দুই ভাই তিন বোন। মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচ, এস, সি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বংলা কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পাশাপাশি কম্পিউটারে ডিপোমা করেন। লেখালেখির হাতে খড়ি ছোট থেকেই বাবার উৎসাহে।
বর্তমানে এক কন্যা সন্তানের জননী। এইচ, এস, সি পাশের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন, স্বামীর উৎসাহ এবং সহযোগীতায় স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। ২০০৭ সালে রবি কথাবার্তা অনুষ্ঠানে স্বরচিত কবিতা “কোথায় পালাবে তুমি” পুরস্কৃত হওয়ার পর থেকে আরো বেশি অনুপ্রাণিত হন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির শুরু করেন। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বেশি উৎসাহ দিয়েছেন তিনি ওপার বাংলার “অনিন্দ্ৰ মাঝি” এবং বাংলাদেশের ডায়মণ্ড চিক লিঃ এর জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান মেজবাহ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘ছেঁড়া পাতা’ গ্রন্থ থেকে সংকলিত।