লতিফুল কবির (Latiful Kabir )
প্রথম পাতা » জীবনী » লতিফুল কবির (Latiful Kabir ) লতিফুল কবির জন্ম ১৯৬৬ সালে নওগাঁ জেলায় । নওগাঁ ছাড়াও রংপুর ও পঞ্চগড় শহরে শৈশবের বড় অংশ কেটেছে। উচ্চ-মাধ্যমিকে ঢাকা কলেজে পড়েছেন ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত। রাজশাহী বিআইটি (বর্তমানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন করার পর ১৯৯২ সাল থেকে সিভিল অ্যাভিয়েশন অথরিটিতে কাজ করেছেন বারো বছর।
২০০৪ সাল থেকে কানাডায় আছেন। সেই অর্থে তিনি কানাডা-প্রবাসী । ২০১১ সালে টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। বর্তমানে সেদেশে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন। ইঞ্জিনিয়ারিং-এর কাঠখোট্টা জগতের বাইরে পাহাড়ের দীর্ঘ খাদের পাশে, জোছনায়, ঝর্ণায় যে-প্রাণ খেলা করে সেখানে তিনি খুঁজে শান জীবনের অর্থ লেখা তাঁকে টেনে নিয়ে যায় গল্পের জগতে। কিশোর বয়সে দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় ছোটগল্প ছাপানোর মধ্য দিয়ে লেখালেখির শুরু । এক সময় অর্থনীতি ও পরিবেশের ওপর কলাম লিখতেন বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে। ‘টনির আমেরিকা প্রত্যাবর্তন’ উপন্যাস তাঁর প্রথম প্রকাশিত বই। ‘শিমুল তলা ও অন্যান্য গল্প’ তাঁর দ্বিতীয় প্রকাশিত ছোটগল্পের বই।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘শিমুল তলা’ গ্রন্থ থেকে সংকলিত।