শাহিনা পারভীন খুশী (shahina parvin khushi)

প্রথম পাতা » জীবনী » শাহিনা পারভীন খুশী (shahina parvin khushi)


শাহিনা পারভীন খুশী (shahina parvin khushi)

 

শাহিনা পারভীন খুশী  জন্ম : ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় । পেশাগত দিক থেকে তিনি হোমিওপ্যাথি ডাক্তার । পিতা আব্দুল বারী খানের রেলওয়ে চাকরি সূত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়াশুনার শিকড় প্রোথিত হয়। বিভিন্ন জায়গায় ফেলে আসা বৈচিত্র্যময় নিসর্গের প্রতি তার মনে সৃষ্টি হয় গভীর ভালোবাসা । বিশেষ করে ঝিনাইদহ জেলার শৈলকুপা কুমার নদীর ধারে প্রকৃতির নিবিড় স্নিগ্ধতা, নদীর ওপারে ঘন বৃক্ষের সারি; তার অন্তরগত সত্তায় একধরনের অনুভূতির জন্ম দেয়। সেই ভালোলাগা থেকে তার লেখালেখির শুরু । তার প্রকাশিত গ্রন্থ :
উপন্যাস-ধবল জোছনায় কালো ছায়া, অধরা ভালোবাসা। গল্পগ্রন্থ : নিজেরে হারিয়ে খুঁজি । কবিতা : ফিরে এসো।

তথ্যসূত্র: ২০১৭  সালে প্রকাশিত  ‘শুধু ভালোবাসা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ