মোঃ মনির হোসেন (md. monir hossain)
প্রথম পাতা » জীবনী » মোঃ মনির হোসেন (md. monir hossain)মোঃ মনির হোসেন ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানাধীন নেদামদী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ নুরুল ইসলাম এবং মাতা তৈয়মোর নেছা। ছয় ভাইবোনের মধ্যে কবি দ্বিতীয়। স্ত্রী রাজিয়া আক্তার ও একমাত্র পুত্র আবু হোরায়রা মুনতাসিরকে নিয়ে কবি বর্তমানে ঢাকাতেই স্থায়ীভাবে বসবাস করছেন । কবির শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের বাড়ি চাঁদপুরেই। স্কুলজীবন থেকেই কবিতা লেখা ও আবৃত্তিতে দক্ষতার পরিচয় দেন তিনি। উচ্চশিক্ষার জন্য ঢাকায় এলেও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে তিনি খণ্ডকালীন চাকরি করেন দীর্ঘদিন। বর্তমানে কবি নিজস্ব মালিকানায় একটি টেলিকমিউনিকেশন্স ব্যবসায়ে নিয়োজিত আছেন এবং বিকাশের একজন সম্মানিত এজেন্টও তিনি। ব্যবসায়ের পাশাপাশি কবিতাচর্চা ও অনলাইন সাহিত্য সংগঠনগুলোর সাথে মূল্যবান সময় কাটান কবি। ইতোমধ্যেই বেশ কয়েকটি সাহিত্য সংগঠন থেকে কবি একাধিক সম্মাননা লাভ করেছেন এবং স্বনামধন্য একাধিক অনলাইন সাহিত্য সংগঠনের এডমিন, মডারেটর ও পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করছেন। বেশ কয়েকটি সাহিত্য সাময়িকী, বিকাশবার্তা, অনলাইন পত্রিকা ও স্থানীয় আঞ্চলিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। কবির প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলো- মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সম্পাদিত ‘কাব্যের ফেরিওয়ালা’ এবং ‘হৃদয়ের গহিনে কষ্টের ঢেউ’।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘তির্যক কলম ছান্দিক দ্রোহ’ গ্রন্থ থেকে সংকলিত।