এম, মিজানুর রহমান (m. mijanur rahman)

প্রথম পাতা » জীবনী » এম, মিজানুর রহমান (m. mijanur rahman)


এম, মিজানুর রহমান (m. mijanur rahman)

এম, মিজানুর রহমান  ১৯৮০ সালের ৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার অন্তর্গত সদর থানার শালকোপা গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম এম গিয়াসউদ্দীন মুন্সী ও মাতার নাম মোছাঃ রোকেয়া বেগম। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত আড়মুখী জে,জে, মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিজ্ঞান বিভাগে ২টি লেটারসহ (প্রথম বিভাগ) এস, এস, এসি ও ১৯৯৭ সালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মাতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ২টি লেটারসহ (প্রথম বিভাগ) এইচ,এস, সি পাশ করেন । এরপর তিনি ভারতের Calcutta University থেকে ২০০৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বি,এস,এস (অনার্স) পাশ করেন এবং ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে “গর্ভমেন্ট এন্ড পলিটিক্স” বিষয়ে এম,এস, এস, (১ম শ্রেণীতে) ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে “গর্ভমেন্ট এন্ড পলিটিক্স” বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে “গর্ভমেন্ট এন্ড পলিটিক্স” বিভাগে কো-অডিনেটরের দায়িত্ব পালন করছেন । কলকাতায় থাকাকালীণ সময়ে তিনি বেশ কিছু পত্র-পত্রিকায় লেখালেখি করেন। তিনি বর্তমানে বাংলাদেশে অনেক সমাজ সেবা মূলক সংস্থার সঙ্গে জড়িত ।

তথ্যসূত্র: ২০০৭  সালে প্রকাশিত  ‘পূর্ব এশিয়ার ও রাজনীত চীন,জাপান ও দক্ষিণ কোরিয়া” ‘  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ