আবদুল মতিন (abdul matin)

প্রথম পাতা » জীবনী » আবদুল মতিন (abdul matin)


আবদুল মতিন (abdul matin)

আবদুল মতিন  জন্ম : বাংলাদেশ, ১৯২৪ সাল। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ব- বিদ্যালয়ে অধ্যয়ন। কলেজ জীবনের শুরুতে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত। প্রগতি লেখক ও শিল্পী সংঘের সদস্য। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সাংবাদিক পেশা গ্রহণ। ১৯৬০ সাল থেকে লন্ডনে বসবাস। প্রথম বই “ইউরোপের দেশে দেশে”। এর পর “জেনেভায় বঙ্গবন্ধু”, “কাস্তে” (ছোটগল্প সংগ্রহ), “স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাঙালী”, “প্রবাসীর দৃষ্টিতে বাংলাদেশ”, “শেখ হাসিনা : একটি রাজনৈতিক আলেখ্য”, “বঙ্গবন্ধু শেখ মুজিব : কয়েকটি প্রাসঙ্গিক বিষয়”, “স্মৃতিচারণ : পাঁচ অধ্যায়”, “রোমের উত্থান ও পতন”, “মহানগরী লন্ডন”, “খালেদা জিয়ার শাসনকাল : একটি পর্যালোচনা”, “শামসুদ্দীন আবুল কালাম ও তাঁর পত্রাবলী” এবং “বঙ্গবন্ধু শেখ মুজিব : মুক্তিযুদ্ধের পর” প্রকাশিত হয়। অনুবাদ : উইলা ক্যাথারের উপন্যাস O’ Pioneers ! (“ধূসর পৃথিবী”), গালিভার্স ট্র্যাভেলস্-এর প্রথম খন্ড (“ক্ষুদে মানুষের দেশে”) ও দ্বিতীয় খন্ড (“দৈত্যদের দেশে”) এবং সারভান্টিসের “ডন কুইক্সোট্”।

তথ্যসূত্র: ১৯৯৯  সালে প্রকাশিত   ’মহানগরী লন্ডন’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ