ফজলুল হক সৈকত (Fazlul Haque Saikat)

প্রথম পাতা » জীবনী » ফজলুল হক সৈকত (Fazlul Haque Saikat)


ফজলুল হক সৈকত (Fazlul Haque Saikat)

ফজলুল হক সৈকত  জন্ম ১৪ অক্টোবর ১৯৭১, রাজশাহী জেলার ঝলমলিয়া। পৈত্রিক নিবাস নাটোর জেলার একডালা ।
পিতা : ডা. মোঃ আবুল হোসেন।
মাতা : মমতাজ বেগম ।
প্রকাশিত গ্রন্থ :
শব্দসৌভিক বাংলা ব্যাকরণ ও রচনারীতি
(২০০১), তিরিশোত্তর কাব্যধারা ও
আহসান হাবীবের কবিতা (২০০২),
আধুনিক বাংলা কবিতা : বিষয় ও প্রবণতা (২০০৩)। বিভিন্ন পত্র-পত্রিকায় বেশ কিছু প্রবন্ধ, গল্প, কবিতা এবং গবেষণাপত্রে কয়েকটি লেখা প্রকাশিত। সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার, ঢাকা। সদস্য, বাংলা একাডেমী, ঢাকা। জীবন সদস্য, রবীন্দ্রচর্চা কেন্দ্র, ঢাকা। সাবেক সভাপতি, রোটার‍্যাক্ট ক্লাব অব নাটোর। ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত।
“কথাসাহিত্যিক সরদার জয়েনউদ্দীন : দেশ-কাল ও সমাজ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি ডিগ্রী অর্জন (২০০৩)।

তথ্যসূত্র: ২০০৩ সালে প্রকাশিত  ‘জসীম  উদ্দীন: ঐতিহ্যের অহংকার’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ