সমরেশ মজুমদার (Samaresh Majumdar)
প্রথম পাতা » জীবনী » সমরেশ মজুমদার (Samaresh Majumdar)সমরেশ মজুমদার জন্ম : ২৬শে ফাল্গুন, ১৩৪৮। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে । জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র । কলকাতায়
আসেন ১৯৬০-এ। শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম-এ । লেখালিখি : প্রথমে গ্রুপ থিয়েটার করতেন । তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা । প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে । লেখা সম্পর্কে প্রথমে আদৌ সিরিয়াস ছিলেন না । প্রথম উপন্যাস ‘দৌড়’ ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায় বের হবার পর ভাবনা পাল্টালো । তাঁর প্রত্যেকটি উপন্যাসের বিষয় ভিন্ন, রচনার গতি এবং গল্প বলার ভঙ্গী পাঠকদের আন্দোলিত করে । চা-বাগানের মদেসিয়া সমাজ থেকে কলকাতার নিম্নবিত্ত মানুষেরা তাঁর কলমে উঠে আসেন রক্ত-মাংস নিয়ে ।
গ্রন্থ : দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান, গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার এবং
কালবেলা ।
সম্মান : ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি । এছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার ।
১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসে পেয়েছেন সাহিত্য আকাদমি পুরস্কার ।
তথ্যসূত্র: ১৯৯৭ সালে প্রকাশিত ‘সাতকাহন’ গ্রন্থ থেকে সংকলিত।