মিঞা লুৎফার রহমান ( Mia Lutfar Rahman)

প্রথম পাতা » জীবনী » মিঞা লুৎফার রহমান ( Mia Lutfar Rahman)


মিঞা লুৎফার রহমান ( Mia Lutfar Rahman)


 মিঞা লুৎফার রহমান  জন্ম ২ জানুয়ারি ১৯৪২, যদুনন্দী, নগরকান্দা, ফরিদপুর। পিতা : আবুয়াল কাশেম মিঞা। মাতা : মেহের উন-নেছা। সাবেক অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ; সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।  সাবেক পরিচালক, কলেজ ও প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা সভাপতি, সুনিয়ম নাট্যচক্র; সঙ্গীত নিকেতন; সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর। প্রতিষ্ঠাতা: নবকাম পল্লী ডিগ্রী কলেজ; যদুনন্দী প্রাইমারি স্কুল; বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ফরিদপুর। সদস্য, ডায়াবেটিক সমিতি: শিশু হাসপাতাল; পরিবার পরিকল্পনা সমিতি; শিল্পকলা একাডেমী, ফরিদপুর। প্রতিষ্ঠাতা সদস্য, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর। সম্পাদনা : জসীম পল্লী মেলা স্মরণিকা— ৬টি ।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে জসীম ফাউন্ডেশন-এর স্বর্ণপদক লাভ ।
তথ্যসূত্র: ২০০৩ সালে প্রকাশিত ‘জসীম উদ্দীন: ঐতিহ্যের অহংকার’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ