আফরোজা অদিতি (afroza aditi)

প্রথম পাতা » জীবনী » আফরোজা অদিতি (afroza aditi)


আফরোজা অদিতি (afroza aditi)

আফরোজা অদিতি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আলাউ- দ্দিন আহমেদ, মা আম্বিয়া বেগম। রাজনৈতক পরিবারে তার বেড়ে ওঠা।
পাবনা শহরে লেখাপড়া শেষ করে ব্যাংকের অফিসার পদে চাকরি নেন। পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পৌঁছে অবসরে যান তিনি।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টি’র উপরে । তিনি বাংলা একাডেমির সদস্য। যুক্ত আছেন বিভিন্ন সাহিত্য সংগঠন ও সমাজসেবামূলক কাজে। তিনি কমরেড আলিউদ্দিন স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছেন। তটিনী (সাহিত্যপত্রিকা) তার সম্পাদনায় প্রকাশিত হয়। তার নিজস্ব ওয়েবসাইট হল wwww.probinashram.com এছাড়া, ‘আম্বিয়া বই আশ্রম’ নামে একটি পাঠাগারও পরিচালনা করছেন তিনি।
তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত  ‘মা আমার দেশ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ