দেবেন্দ্র মালাকার (Devendra Malakar)
প্রথম পাতা » জীবনী » দেবেন্দ্র মালাকার (Devendra Malakar)দেবেন্দ্র মালাকার এর জন্ম ১৯৬৩ সালে । দীর্ঘদিন কবিতায় নিমগ্ন থাকলেও চলে যাচ্ছি হে প্রেম শব্দহীন (২০০২) তার প্রকাশিত
প্রথম কাব্যগ্রন্থ । ঢাকায় বসবাসরত কবি একটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকে কর্মরত।
তথ্যসূত্র: ২০০৯ সালে প্রকাশিত ‘আমার অস্তিত্ব ও অস্তিত্বহীনতায়’ গ্রন্থ থেকে সংকলিত।