অনিরুদ্ধ তালুকদার (aniruddha talukder)

প্রথম পাতা » জীবনী » অনিরুদ্ধ তালুকদার (aniruddha talukder)


অনিরুদ্ধ তালুকদার (aniruddha talukder)

অনিরুদ্ধ তালুকদার  জন্ম ১৩৪৫ বাং সনের রোববার পৌষ সংক্রান্তির দিনে। জন্মস্থান সিলেট জেলার- বর্তমান সুনামগঞ্জ- ধর্মপাশা উপজেলার চৌকি আচপুর গ্রামে। ভারত ভাগের পরপর তাঁর ধর্নাঢ্য পিতা মথুর চন্দ্র তালুকদার বিমাতা নীলমণি তালুকদারসহ পরিবারের কোলকাতা পাঠিয়ে দেন। তখন তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কোলকাতার কাছে পৈতৃক বাড়ি সুগন্ধায় দেবী, প্রতিম বিমাতার স্নেহের যত্নে বেড়ে ওঠেন। তাঁর মায়ের নাম অমৃত মৃধা তালুকদার। সে সময় উভয়ে বর্তমান ছিলেন। সুগন্ধা জুনিয়র হাইস্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় পুনরায় জন্মভূমিতে ফিরে আসেন দু বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় ফের কোলকাতা চলে যান। ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত ফরাসী এলাকা চন্দন নগর গড়বাটি উচ্চ বিদ্যালয় এবং অভিজাত চন্দন নগর ডুপ্লে কলেজে পড়াশুনা করেন। বাংলাদেশ স্বাধীন হলে দেশে ফিরে ১৯৮৫ খৃঃ থেকে অদ্যাবধি ঢাকার কেরাণীগঞ্জে আব্দুল্লাপুর বসবাস করছেন। কিছুদিন নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্টেন রসুলপুর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার ইংরজি রাইমসের অনুবাদ এবং আরো কিছু রচনা দেশের কিন্ডারগার্টেনে পাঠ্য। নিভৃতচারী অকৃতদার এই কবির প্রথম কাব্যগ্রন্থ “পানপাত্র পিয়ানো বন্দুক” ।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  “পানপাত্র পিয়ানো বন্দুক”  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ