মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ( mohammad habibullah helali)

প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ( mohammad habibullah helali)


মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী (  mohammad habibullah helali)

 

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী  লেখক, গবেষক ও সাংবাদিক সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল’ কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন (এম)
পাস করেন।
কৈশোর থেকে তার টান ছিল সাহিত্য সাংবাদিকতার প্রতি লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়া। ছাত্র থাকাকালে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি ‘তাহযীবুল ইসলাম একটি মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদক হিসেবে নিযুক্ত হয়ে লেখনির জগতে তার পদচারণা। ২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মফস্বল সাংবাদিকতায় মনোনিবেশ করেন। একই সময়ে সুরমা নিউজ বিডি ডটকম নামে প্রথম একটি অনলাইন পত্রিকা প্রতিষ্ঠা করেন সাংবাদিকতায় সাহস আর পেশাদারিত্ব বজায় রেখে সুনাম কুড়িয়েছেন দুই যুগ ধরে।
এছাড়াও বিভিন্ন মেয়াদে কাজ করেছেন দৈনিক প্রভাত বেলা, দৈনিক উত্তরপূর্ব, দৈনিক আমাদের সময় দৈনিক মানবজমিন, দি ডেইলি বাংলাদেশ টুডে, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, দৈনিক সুনামকণ্ঠ, দৈনিক সিলেট মিরর পত্রিকায়।
তিনি সমকালীন প্রসঙ্গে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। ২০০১ সালে তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ মানবতার মুক্তি কোন পথে। ২০২০ সালে ২১শে গ্রন্থমেলায় প্রকাশিত হয় একাত্তরের চার রণবীর। এছাড়াও দোয়ারাবাজারের শেকড় ও স্বরূপ (ইতিহাস-ঐতিহ্য গ্রন্থ), সত্তার খোঁজে হাসন রাজা, বঙ্গীয় সাহিত্যে সিলেটের মুসলিম মনীষাসহ তার রচিত বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশের কাজ চলছে। গবেষণাধর্মী প্রবন্ধ, গল্প, উপন্যাস ও কবিতা লেখেন এবং সাংবাদিকতার পাশাপাশি নিবন্ধ, সুনামগঞ্জ কোর্টে (শিক্ষানবিশ) আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন।
তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত   ’প্রেরণার বাতিঘর’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ