মো. সেতাব আলী (md.setab ali)

প্রথম পাতা » জীবনী » মো. সেতাব আলী (md.setab ali)


মো. সেতাব আলী (md.setab ali)

মো. সেতাব আলী 

পিতা-মৃত খলিলুর রহমান মাতা- মৃত ভানু বেগম
জন্ম- ৩১শে ডিসেম্বর ১৯৬৮ ইং, পিত্রালয়ে। ছয় ভাই চার বোনের মধ্যে অষ্টম।
গ্রাম-মুরিয়া
ডাকঘর- বেকড়া আটগ্রাম
থানা-নাগরপুর জেলা-টাঙ্গাইল
শিক্ষাজীবন— এস.এস.সি (এস.টি.আই হাই স্কুল) আই-এ ও স্নাতক: নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর কর্মজীবন— চাকরি, ওয়ালটন হাই- টেক ও মাইক্রো-টেক কর্পোরেশন।
চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর ।
তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘বিধাতার বিধান’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ