কানিজ সাপি (Kaniz shapi)

প্রথম পাতা » জীবনী » কানিজ সাপি (Kaniz shapi)


 কানিজ সাপি

জন্ম ২৯ এপ্রিল, রংপুর শহরে। বাবা প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা ছিলেন। ফলে ছোটবেলা থেকে নানা শহরে ঘুরে ঘুরে জীবন কেটেছে তার। বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস । অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করে একটি বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত । লেখালেখির শখ ও চর্চা অনেক দিনের। তবে লেখালেখি করেন মূলত নিজের আনন্দের জন্যে। সামাজিক মাধ্যমগুলোতে লিখতে লিখতে কবিতা, গল্প লেখা কানিজ সাপির নেশায় পরিণত হয়েছে। ২০২০ বইমেলায় কানিজ সাপির প্রথম প্রকাশিত গ্রন্থ ‘ধূসর দ্রোহের দহন’।

তথ্যসূত্রঃ ২০২১ সালে প্রকাশিত ‘ওরা কয়েকজন’ গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ