মালিহা পারভীন(Maliha parveen)

প্রথম পাতা » জীবনী » মালিহা পারভীন(Maliha parveen)


 মালিহা পারভীন

মালিহা পারভীনের জন্ম শেরপুর শহরে । ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও পরবর্তীতে নিপসম থেকে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছোটোগল্প ও কবিতা লেখার প্রতি মালিহা পারভীনের রয়েছে বিশেষ আগ্রহ। লেখিকার প্রথম কবিতাগ্রন্থ ‘তুমি রবে নীরবে’ প্রকাশিত হয় ২০১১ সালে। কাব্যগ্রন্থ ‘শূন্যতায় পূর্ণতায়’, ‘ছিলে তবু ছিলে না, “আমি তা চাইতেই পারি’ বিশেষভাবে পাঠক সমাদৃত হয়েছে। কলাম লেখক হিসেবেও তিনি সুপরিচিত। ব্যক্তি, প্রেম, প্রকৃতি, দেশ, জীবনবোধ, প্রাপ্তি- অপ্রাপ্তির নানা দিক উঠে এসেছে লেখিকার বিভিন্ন লেখায় বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বিন্যাসে। করোনা মহামারির ভয়াবহতা, বিপর্যস্ত পরিবর্তিত মানব জীবন, অসুস্থতা, কাছের ও দূরের মানুষদের মৃত্যু, সহসা পাল্টে যাওয়া জীবনকে পেশাগত দায়িত্ব পালনকালে চিকিৎসক মালিহা পারভীন দেখেছেন কাছ থেকে। তাঁকে তা ভাবিয়েছে, আমূল নাড়া দিয়েছে। সেইসব ভাবনা থেকেই লেখিকা রচনা করেছেন পাঁচমিশালী গ্রন্থ ‘নতুন করে পাবো বলে’। এতে করোনা মহামারির নানাদিক রম্যরচনায়, প্রবন্ধে, কবিতায় ও গল্পে নানাভাবে ফুটিয়ে তুলেছেন সহজাত, সুনিপুণ, সাবলীল ভাব ও বাক্যবিন্যাসে।

 তথ্যসূত্রঃ২০২১ সালে প্রকাশিত ‘নতুন করে পাবো বলে’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ