আলি আকবর খান (Ali Akbar Khan)

প্রথম পাতা » জীবনী » আলি আকবর খান (Ali Akbar Khan)


আলি আকবর খান (Ali Akbar Khan)

আলি আকবর খান   ১৯৪৭ সালে নড়াইল (বর্তমান) জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজ হতে বি.এ পাশ করেন। সাহিত্যের ছাত্র হিসাবে ছাত্র জীবন থেকেই তিনি সাহিত্য চর্চায় আকৃষ্ট হন এবং লেখালেখি শুরু করেন। কর্ম জীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার রচনার নিভীর পর্যবেক্ষণ, স্পষ্ট বাচনভঙ্গি এবং সত্য প্রকাশে সাহসী ও বলিষ্ঠ মানসিকতা পরিলক্ষিত হয়। তিনি নতুন ও পুরাতনের মধ্যে সেতুবন্ধন রচনা করে কুসংস্কারমুক্ত অন্ধ অনুকরণবর্জিত বিজ্ঞান সম্মত আধুনিকতায় অনুসরণ করতে বিশ্বাসী। সমাজের রন্ধে রন্ধে ঢুকে যাওয়া দুর্নীতি ও অবক্ষয়ের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে থাকতে চান।
একজন বাঙ্গালী হিসাবে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিত্ব। জনমনে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও প্রসার ঘটাতে তাই তার লেখনি সর্বদা সোচ্চার। কারণ তিনি বিশ্বাস করেন মুক্তি যুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত জাতি সত্যিকার সমৃদ্ধ ও সম্মানিত জাতি। তার শক্তিধর লেখায় এসবের প্রতিধ্বনি মূর্ত হয়ে উঠেছে।
উপন্যাস রচনায় তিনি বিচিত্র মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় একজন সহযোগী মুক্তিযোদ্ধা হয়ে বাঙালির মুক্তি সংগ্রামের প্রত্যক্ষ্যদর্শী ও সাক্ষী হিসেবে তার রচনায় মুক্তিযুদ্ধের হৃদয়গ্রাহী বর্ণনা ও নিখুঁত চিত্র ফুটে উঠেছে। সত্যি বলতে কি ১৯৭১ সালে অগ্নিঝরা দিনগুলিতে বাঙ্গালীর অস্তিত্ব রক্ষার মহাসংগ্রামের ঐতিহাসিক ঘটনাবলি বিবরণ তার কলমের আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। তার রচিত উপন্যাস ‘স্বজন হারানো শ্মশানে’
তথ্যসূত্র:  ২০২০  সালে প্রকাশিত  ’স্বজন হারানো শ্মশানে” গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ