মোঃ আবু রায়হান(Md.Abu Raihan)

প্রথম পাতা » জীবনী » মোঃ আবু রায়হান(Md.Abu Raihan)


 মোঃ আবু রায়হান

জন্ম ১৫ অক্টোবর ১৯৮২।পৈতৃক নিবাস যশোরের শার্শা উপজেলার সোনাতনকাটি গ্রামে। বাবা মৃত বজলুর রহমান ,মাতা মৃত ফাতিমা খাতুন । সাত ভাই-বোনেরমধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ এবং ভাইয়ের মধ্যে ছোট । ১৯৯২ সালে সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণি পাশ করেন। ১৯৯৩ সালে চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হউন। উক্ত বিদ্যালয় হতে ১৯৯৫ সালে অষ্টম শ্রেণি পাশ করেন। ১৯৯৬ সালে উপজেলার শ্রেষ্ঠতম বিদ্যাপিঠ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে (বর্তমানে বুরুজ বাগান এম এল হাই স্কুল) নবম শ্রেণিতে ভর্তি হউন। ১৯৯৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে স্টারমার্কস সহ কৃতিত্বের সাথে এস এস সি পাশ করেন। ২০০২ সালে যশোরের ঐতিহ্যবাহী কলেজ ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস করেন। ২০০৬ সালে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও ২০০৭ সাল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকায় অবস্থান কালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর একটি কোর্স সম্পন্ন করেন ৷
তিনি বর্তমানে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে কর্মরত আছেন। শিক্ষকতাকে পেশা হিসাবে নেওয়ার পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষকতায় উচ্চতর ডিগ্রি বি. এড অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৮ সালে ফিলিপিনে আই সি টির উপর একটি বিশেষ প্রশিক্ষণে পাঠান ।
ছাত্রজীবন থেকেই তাঁহার কবি প্রতিভার বিকাশ ঘটে। ‘স্বপ্নচারিণী’ তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অবসরে তিনি সাংবাদিকতা, লেখালেখি, বইপড়া এবং দেশ ভ্রমণ পছন্দ করেন।

তথ্যসূত্রঃ২০২১ সালে প্রকাশিত ‘স্বপ্নচারিনী’ গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ