হোসনেয়ারা শাপলা (hosneara shapla)

প্রথম পাতা » জীবনী » হোসনেয়ারা শাপলা (hosneara shapla)


 হোসনেয়ারা শাপলা  (hosneara shapla)

হোসনেয়ারা শাপলা পিতা মরহুম শেখ লুৎফর রহমান, মাতা রওশোনারা বেগম, জন্ম : খুলনা জেলার শিরোমনি গ্রামে হলেও বেড়ে উঠা নানাবাড়ি ছোট বয়রাতে । পড়ালেখা চলা অবস্থায় বিয়ে হলেও পড়ালেখা শেষ করেছে বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় । স্বামী মো. লুৎফর রহমান ‘পুলিশ অফিসার (C-I-D ইন্সপেক্টর)’ বৈবাহিক জীবনে দুই সন্তানের জননী। এক পুত্র এ. এইচ. এম. সাইক রহমান (বাপি) পেশায় বর্তমানে শিশু ডাক্তার এবং এক কন্যা জেসমিন আক্তার লুশা ইংরেজিতে গ্রাজুয়েট। বর্তমানে স্বপরিবারে ধানমন্ডিতে বসবাস।

তথ্যসূত্র: ২০১৮   সালে প্রকাশিত  ‘চলে গেলে তুমি’ ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ