নাজনীন স্বপ্না(Naznin swapna)
প্রথম পাতা » জীবনী » নাজনীন স্বপ্না(Naznin swapna)
জন্ম ১০ জানুয়ারি ১৯৮৫ পিরোজপুর জেলার পিতৃগৃহে। পিতা- শেখ মুজিবুর রহমান, মাতা- সালেহা বেগম। গ্রামের স্কুলে শিক্ষাজীবন শুরু এবং ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কেমিস্ট্রিটিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কবি হিসেবে আত্মপ্রকাশ ২০২০ সালে। সে বছরে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘নীলকণ্ঠ’
সাহিত্যাঙ্গনে পথচলা একনিষ্ঠ পাঠক হিসেবে। প্রচুর বই পড়তে ভালোবাসেন। প্রিয় কবি ও কথাশিল্পীদের লেখা তাঁর লেখক জীবনের পাথেয়।
তথ্যসূত্রঃ২০২১ সালে প্রকাশিত ‘অধরা’ গ্রন্থ থেকে সংকলিত।