আনোয়ার তালুকদার (anwar talukder)

প্রথম পাতা » জীবনী » আনোয়ার তালুকদার (anwar talukder)


আনোয়ার তালুকদার  (anwar talukder)

আনোয়ার তালুকদার  বহুদিন ধরেই লিখছেন তবে অনিয়মিত এবং অনেকটা শখের বসেই। উত্তরবঙ্গের রেল-শহর সৈয়দপুরে স্কুল-কলেজ জীবন কাটলেও জন্ম তার পিতৃ-মাতৃ ভিটা সিরাজগঞ্জে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন প্রথমে পদার্থ বিজ্ঞানে অনার্স আর মাস্টার্স। পরে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স। ডেইরি প্রতিষ্ঠানে চাকুরি করেছেন বহুদিন, সেসময় এম বি এ করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে।
লেখালেখি পর্বে নাটক, গল্প, উপন্যাস যেমন লিখেছেন তেমনি সাংবাদিকতায় খন্ডকালিন পর্যায়ে ফিচার, বিজ্ঞান নিয়ে কলাম, উপ-সম্পাদকীয় সহ লিখেছেন নানা ধরনের বিষয়াদি নিয়ে ।
প্রধান নির্বাহী হিসাবে প্রথম প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ থেকে রিটায়ারমেন্টে যাবার পর আরো তিনটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন যার শেষটিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘কিছু পথচলা কানাডা আর আমেরিকা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ