শাবানা ইসলাম বন্যা (shabana islam bonnya)

প্রথম পাতা » জীবনী » শাবানা ইসলাম বন্যা (shabana islam bonnya)


শাবানা ইসলাম বন্যা (shabana islam bonnya)

শাবানা ইসলাম বন্যা
মা সালেহা বেগম ও বাবা মরহুম আলহাজ্ব গিয়াসউদ্দীন আহমেদ (মুক্তিযোদ্ধা)-এর চতুর্থ সন্তান উম্মে শাবানা । মাত্র পনের বছর বয়সেই হয়ে যান শাবানা ইসলাম বন্যা। মো. সাইফুল ইসলাম চয়নের সাথেই তার জীবনের বেশিরভাগ দিন-রাত্রি যাপন। দিনাজপুরের কন্যা বাবার বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিলেও সংসার সামলিয়ে ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দিনাজপুর বিশ্ববিদ্যালয় কলেজে ইতিহাস বিষয় নিয়ে পড়েন ৷
চুপি চুপি লেখার অভ্যাস সংসার জীবনেই, যখন এইচএসসি পরীক্ষা দেন। কোনো কিছু মন ছুঁয়ে গেলেই শব্দেরা ভিড় করে মনজমিনে । শব্দের সাথে শব্দের মিলনের মালা গেঁথে ফেলেন নিমেষেই। মুক্তিযুদ্ধ দেখেননি তবুও তার মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে, লাল-সবুজের ভালোবাসায় ডুবে থাকতে ভালো লাগে। সম্মিলিত উপন্যাস ‘সতৃষ্ণ সতীদাহ’-এর তিনিও একজন লেখিকা। তার হৃদজমিনের কথাগুলো এবার এক মলাটে বন্দি করে নাম দিয়েছেন ‘এক মুঠোয় হৃদকথন’ । এটা তার প্রথম একক বই।


তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘এক মুঠোয় হৃদকথন’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ