মোঃ শাহ্ আলম (md.shah alom)
প্রথম পাতা » জীবনী » মোঃ শাহ্ আলম (md.shah alom)মোঃ শাহ্ আলম জন্ম ১৯৫২ সালে ৩১শে ডিসেম্বর পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গগন নামক ছোট্ট একটি গ্রামে। তিনি এস. এস. সি পাস করেন নেছারাবাদ থানার সোহাগদল কে. পি. ইউ. মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং শিক্ষা জীবনের পরবর্তী অধ্যায় শেষ করেন সরকারী কবি নজরুল কলেজ, ঢাকা থেকে। তিনি চাকুরী জীবন শুরু করেন ১৯৭০ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। দীর্ঘ ৪১ বছর চাকুরি জীবন শেষ করে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন ২০১১ সালে। একমাত্র কন্যা এ্যডভোকেট শারমীন আলম এবং একমাত্র পুত্র মোঃ কাওছার আহম্মেদকে নিয়ে তার ছোট পরিবার । তিনি ১৯৭১ সালে দেশের সংকটপূর্ন মুহূর্তে পাকসেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এর গুরুত্ব সঠিক ভাবে পৌঁছে দেয়ার জন্যে নিজ উদ্যোগে তিনি প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই একটি অংশ নিজ যুদ্ধের কাহিনি সম্বলিত ‘যে অশ্রুতে আগুন জ্বলে
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘অশ্রুতে আগুন জ্বলে’ গ্রন্থ থেকে সংকলিত।