সুমাইয়া করিম(Sumaiya Karim)
প্রথম পাতা » জীবনী » সুমাইয়া করিম(Sumaiya Karim)
জন্ম ২৩ আগস্ট, ১৯৯২, ঢাকায়। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী গ্রামে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ সম্পন্ন করে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতায় নিয়োজিত । লেখালেখির শুরুটা হয়েছিল স্কুল জীবন থেকেই । জনপ্রিয় মাসিক পত্রিকা “কিশোর তারকালোক’-এ তিনি নিয়মিত লেখালেখি করতেন। “কিশোর তারকালোকে’ প্রকাশিত তাঁর কবিতাগুলোর মধ্যে আমি, আজব ঢাকা, নেতার পণ, সুখ-দুঃখ, বাংলার তুলনা উল্লেখযোগ্য । যার মাধ্যমে তিনি ‘কিশোর তারকালোক’ পরিবারে জনপ্রিয়তা লাভ করেন। ‘নিঃশব্দে এসেছিলো সে’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ।
তথ্যসূত্রঃ২০১৯ সালে প্রকাশিত ‘নিঃশব্দে এসেছিলো সে’গ্রন্থ থেকে সংকলিত।