কবি রবিউল মাশরাফী (Rabiul Mashrafi)

প্রথম পাতা » জীবনী » কবি রবিউল মাশরাফী (Rabiul Mashrafi)


কবি রবিউল মাশরাফী
কবি ও সংবাদ পাঠক রবিউল মাশরাফী’র জন্ম ১৭ই জুলাই ১৯৬৭ সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার পারচন্দ্র দিঘলিয়া গ্রামে। মূলনিবাস গোপালগঞ্জ হলেও পিতার পুলিশ বাহিনীতে চাকুরীর সুবাদে খুলনায় স্থায়ী বসবাস। তার প্রকৃত নাম মোঃ রবিউল হোসেন এবং প্রকৃত জন্ম তারিখ ৩রা মার্চ। পিতা আব্দুল গফ্ফার মোল্লা এবং মাতা খোদেজা বেগম। পাঁচভাই দু’বোনের মধ্যে লেখক দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে কন্যা রুবাইয়্যাত মাশরাফী নিঝুম, পুত্র রাইয়্যান মাশরাফী দ্বীপ, স্ত্রী রেবেকা সুলতানা পপি এবং ভাইবোনদের নিয়ে ঢাকায় বসবাস। একটি বহুজাতিক কোম্পানি আদানি উইলমার লিমিটেডের অঙ্গসংগঠন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড-এর পদস্থ কর্মকর্তা রবিউল মাশরাফী লেখাপড়ায় এমবিএ (এইচআরএম)। লেখার বিষয় কবিতা, ভ্রমণকাহিনী, গল্প ও গান। ধর্মীয়বিধি-নিষেধের কারণে গান লেখা চিরতরে বন্ধ। তার প্রথমগল্প প্রকাশিত হয় ১৯৮৭ সালে খুলনার একটি স্থানীয় দৈনিকে এবং একই সময়ে তৎকালীন রেডিও বাংলাদেশ খুলনা কেন্দ্র থেকে যুবসমাজের জন্য অনুষ্ঠান ‘নবীনভুবন’-এ নিজের লেখা গল্প এবং কথিকা পাঠ করতেন। তিনি বাংলাদেশ বেতারের একজন ‘ক’ শ্রেণির সংবাদ পাঠক। খবর পড়ছেন ১৯৮৮ সাল থেকে। এছাড়া ২০১১ সাল থেকে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে স্বরচিত কবিতা পাঠ করে আসছেন। সংবাদ পাঠে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল ঢাকা থেকে ‘মাদার তেরেসা স্বর্ণপদক’ পুরস্কার পান। এছাড়াও পশ্চিমবঙ্গ, ভারত থেকে কবিতায় ‘পল্লীরসুর সাহিত্য সম্মাননা ২০১৪’ এবং ২০১৮ সালে পূর্ব বর্ধমানের ‘জিরোপয়েন্ট’ পত্রিকা থেকে বিশেষ সম্মানে ভূষিত হন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ