দিপাশ আনয়ার(Dwipash Anwar)
প্রথম পাতা » জীবনী » দিপাশ আনয়ার(Dwipash Anwar)
পটুয়াখালী জেলার বাউফল থানার দ্বীপাশা গ্রামে ৩০শে নভেম্বর, ১৯৮৩ সালে সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করি। প্রকৃত নাম মোঃ আনোয়ারুল হক। পিতা মোঃ আবদুল লতিফ, মাতা মোসাঃ ফজিলাতুন্নেসা, স্ত্রী ইয়াসমিন আনোয়ার এবং ছেলে মোঃ ইয়াদ আনোয়ার।
১৯৯৮ সালে এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১ম শ্রেণীতে, ২০০২ সালে পটুয়াখালী সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল টেকনোলজিতে ১ম বিভাগে এবং পরবর্তীতে ইউ.আই.টি.এস ইউনিভার্সিটি থেকে সিভিল টেকনোলজিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে ‘মানচিত্র ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট’ ও ‘মানচিত্র প্রকাশন’ এর সত্তাধিকারী হিসেবে কর্মরত রয়েছেন।
মানব সেবায় মহান ব্রত নিয়ে দীর্ঘদনি ধরে কাজ করছেন লায়ন’স ইন্টারন্যশনালে। সংগীত ও সাহিত্যে ব্যাপ্তির পরিধিতে অবাধ বিচরণে যুক্ত আছি বেশকিছু সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে। গল্প, কবিতা ও উপন্যাস লেখার মতোই সমান পারদর্শিতা সংগীতসৃজন ও পরিবেশনে। গানের প্রথম একক এ্যলবাম ‘ভেঙে গেছে মন’ প্রকাশ পায় ২০০৩ সালে । জাতীয় পর্যায় সহ বেশ কিছু প্রতিষ্ঠান, সংগঠনে ও ম্যাগাজিন অনুষ্ঠানের থিমসং ও টাইটেল সং প্রতিষ্ঠিত করেন ।
ধার্মিকতা প্রাপ্তি পরিবার থেকে।’অধরা’ তার লেখা গ্রন্থ।
তথ্যসূত্রঃ২০২১ সালে প্রকাশিত ‘অধরা’ গ্রন্থ থেকে সংকলিত।