মোঃ আহসান হাবীব(Ahsan habib)

প্রথম পাতা » জীবনী » মোঃ আহসান হাবীব(Ahsan habib)


 মোঃ আহসান হাবীব

১৯৭৯ সালের ১৬ই জুলাই গাইবান্ধা জেলার গঙ্গানারায়নপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।পিতা মোঃ বজলার রহমান ও মাতা মোছাঃ আকলিমা বেগম। চার ভাইদের মধ্যে তিনি প্রথম। ছত্রিশ বছর বয়সে এক দুরারোগ্য ব্যাধিতে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন।একা চলতে না পারার কারনে তাকে এক নির্জন ঘরে একাকীত্ব বরণ করতে হয়। ফলে কিছুদিন পর তার মনে অজানা এক আতংকের সৃষ্টি হয়, তাই লেখা-লেখিকে তিনি সঙ্গী হিসেবে বেছে নেন ।তিনি বর্তমানে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছেঃ- “ঘাটের মাঝি” (চতুর্দশপদী কবিতা)ধানমন্ডির বাড়ি (চতুর্দশপদী কবিতা) উল্লেখযোগ্য।

 তথ্যসূত্রঃ২০২১ সালে প্রকাশিত ‘ধানমন্ডির বাড়ি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ