মীর ইসরাত জাহান (Mir Israt Jahan)

প্রথম পাতা » জীবনী » মীর ইসরাত জাহান (Mir Israt Jahan)


মীর ইসরাত জাহান (Mir Israt Jahan)

মীর ইসরাত জাহান
বাবা মীর খোরশেদ আলী, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সম্ভ্রান্ত মীর পরিবারের সন্তান। মা সৈয়দা মেহেরুননেসা, হেমনগর গোপালপুরের সম্ভ্রান্ত জমিদারদের খান পরিবারের মেয়ে, স্বদেশী আন্দোল-ে নর নেতা হাতেম আলী খানের আপন ভ্রাতৃকন্যা। মীর জাহানের শৈশব ও কৈশোরের অধিকাংশ সময় কেটেছে দেশে অবস্থিত বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানে কর্মরত বাবার সাথে পারিবারিকভাবে বিভিন্ন জেলায় অবস্থান করে, কখনো শান্ত ও মায়াময় পরিবেশে দাদা বাড়িতে, কখনো আবার নানা বাড়ির ভালোবাসাময় সাংস্কৃতিক ও পারিবারিক পরিবেশে। তিন ভাইয়ের একমাত্র বোন । ভাইয়েরা স্ব স্ব পেশায় সুপ্রতিষ্ঠিত । কবি পেশায় একজন স্কলারশিপপ্রাপ্ত ডিপ্লোমা আর্কিটেক্ট।
মীর জাহান এক কন্যার গর্বিত জননী। তাঁর কন্যা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে অনার্স শেষ করে আমেরিকার একটি প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট হিসেবে বাংলাদেশে কর্মরত। মেয়ের বাবা সেনাবাহিনীর প্রাক্তন লে. দীর্ঘ দিন বিএসএফআইসিতে কর্মরত ছিলেন এবং সম্প্রতি জিএম হিসেবে কর্মবিরতি নিয়েছেন। ব্যক্তি জীবনে মেধাবী, গুণী মেয়ে হিসেবে পরিচিত মীর ইসরাত জাহান একজন স্থপতি হিসেবে দীর্ঘদিন বিভিন্ন সুপ্রতিষ্ঠিত বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত, আন্তর্জাতিক সেবামূলক নারী প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’-এর ‘ঢাকা নর্থ ক্লাব’-এ যুক্ত থেকে ক্লাব করেস- পন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, লেখালেখির পাশাপাশি তিনি ফটোগ্রাফি করেন।
তথ্যসূত্র: ২০২০  সালে প্রকাশিত  ‘স্থাপত্য দেয়াল না ভেঙেই’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ