জোবায়ের সাকিব (jobaer shakib)

প্রথম পাতা » জীবনী » জোবায়ের সাকিব (jobaer shakib)


জোবায়ের সাকিব (jobaer shakib)

 

জোবায়ের সাকিব  পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামে ২০ ডিসেম্বর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। পিতা মাষ্টার শামছুল হক, মাতা মিনারা বেগম ।

শিক্ষা ঃ বি এ অনার্স ইংরেজি সাহিত্য এম.এ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তাঁর পরিবার : মা-বাবা, দুই ভাই, দুই বোন । তিনি সবার বড়। ভাই সাঈদ মোহাম্মদ সিদ্দিকী সিভিল ইঞ্জিনিয়ার বোন শামীমা সিদ্দিকা এবং সবার ছোট রেবেকা সিদ্দিকা। পিরোজপুর থেকে প্রকাশিত মাসিক বাবুই সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত তাঁর লেখা প্রকাশ হয় । এছাড়া বিভিন্ন মাসিক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাঁর লেখা গল্প, কবিতা প্রকাশ হয় । তিনি নিয়মিত সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন । পিরোজপুর সাহিত্য পরিষদে যুক্ত ছিলেন ।
প্রকাশনা ঃ এই তরুণ লেখক মাসিক বাবুই সাহিত্য ম্যাগাজিনের প্রচার সম্পাদক ছিলেন । বর্তমানে মাসিক ‘নতুন সকাল’ সাহিত্য ম্যাগাজিন এবং ‘নতুন সকাল’ প্রকাশনী’র সম্পাদক, প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
তরুণ সংগঠকঃ লেখক জোবায়ের সাকিব একজন জনপ্রিয় তরুন সংগঠক । তিনি বন্ধুদের নিয়ে ২০০৪ সালে তাঁর গ্রামে প্রতিষ্ঠা করেন ‘ক্রীড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন। যার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন এবং ২০১২ সালে পিরোজপুর প্রতিষ্ঠা করেন “বাংলাদেশ লিটারেচার কাউন্সিল’ একটি সাহিত্য সংগঠন । বর্তমানে প্রতিষ্ঠা করছেন ‘নতুন সকাল সাহিত্য পরিষদ’ ।
তাঁর লেখার ভিতরে পাওয়া যায় সাহিত্যের রস । যা পাঠ করে পাঠক আনন্দ পায় । অতি অল্প সময়ে বেশ সুনাম কুড়িয়েছেন । তিনি অনেক নাটক লিখেছেন যে গুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে । তার মধ্যে অন্যতম “বউয়ের প্যারা” “প্রেমিকের প্যারা” “বড় হব” ইত্যাদি । বর্তমানে লেখালেখি এবং নাটক পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ।
ভাল লাগাঃ জনপ্রিয় এই তরুণ লেখকের ভালো লাগে বইপড়া, গান শোনা, মুভি দেখা ৷
সম্মাননা ঃ কবিতায় বিশেষ অবদান রাখায় জনপ্রিয় এই লেখককে ২০১৭ সালে “বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ” থেকে দেওয়া হয়, “ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পদক”-২০১৭ । ধর্মীয় মূল্যবোধঃ লেখকের ধর্মীয় জ্ঞান আছে এবং ধর্মকে সম্মান করে থাকেন ।
প্রকাশিত বইঃ কাব্যগ্রন্থ “জ্বলন্ত শিখা” প্রকাশ হয় বইমেলা ২০১৩। উপন্যাস “পোড়া ললাটের লিখন” প্রকাশ হয় বইমেলা ২০১৪ । এছাড়া বিভিন্ন যৌথগ্রন্থে তিনি লিখেছেন এবং সম্পাদনা করেছেন বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ এর মধ্যে উল্লেখযোগ্য “স্বপ্ন ডানার প্রজাপতি”, “জ্বলন্ত প্রতিভা” “কাব্যের সমাহার” “রোহিঙ্গাদের আর্তনাদ” “নতুন সকালের কাব্য” ইত্যাদি ।


তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত  ‘স্বপ্নভাঙ্গা ভোর’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ