সোহাগ তানভীর সাকিব (Sohag Tanvir Sakib)
প্রথম পাতা » জীবনী » সোহাগ তানভীর সাকিব (Sohag Tanvir Sakib)
সোহাগ তানভীর সাকিব পিতা : তোফাজ্জল হোসেন মাতা : রাশিদা খাতুন
জন্ম : ২০ সেপ্টেম্বর-১৯৯৭ ইংরেজি। পাবনা সদর উপজেলার দড়িসারদিয়ার গ্রামে।
সোহাগ তানভীর সাকিব-এর লেখালেখি শুরু বাল্যকাল থেকে। আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা তার লেখার প্রধান উপজীব্য। বাস্তবতা অবলম্বনে লেখায় সে সিদ্ধহস্ত। সহজ সরল এবং সাবলীল ভাষায় ঘটমান ঘটনা অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন তার লেখার অন্যতম বৈশিষ্ট্য।
“ধুম্রজাল” তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘ধুম্রজাল’ গ্রন্থ থেকে সংকলিত।