টিপু সুলতান বারী (Tipu sultan Bari)

প্রথম পাতা » জীবনী » টিপু সুলতান বারী (Tipu sultan Bari)


     টিপু সুলতান বারী                                                                                  জন্ম ১৯৬২ সালের ৯ই আগস্ট, বৃহস্পতিবার। পিতা: জালাল উদ্দীন আহমদ। মাতা: আমিনা খাতুন। গ্রাম নারায়ণকান্দি, ডাকঘর : আদুলিয়া, উপজেলা: হরিণাকুণ্ডু, জেলা: ঝিনাইদহ। কবি হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১৯৮০ সালে এস.এস.সি পাস করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন আলমডাঙ্গা কলেজ থেকে। ১৯৮৬ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সে। ১৯৮৮ সালে অনার্স ছেড়ে বাংলাদেশ শিল্প ব্যাংকে চাকরিতে যোগ দেন। অল্প দিন পর চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। নিজ গ্রাম ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন হাই স্কুল। তিনি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। পরে এই স্কুল ছেড়ে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দেন পার্শ্ববর্তী আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি পাস কোর্সে বিএ পাস করেন মতিঝিলের টি এন্ড টি কলেজ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এমএ করেন দর্শনে । প্রচণ্ড আবেগী, মায়াময়, স্পর্শকাতর, মানবতাবাদী, অলস-অবাস্তববাদী এই কবি স্বেচ্ছায় শহর ছেড়ে নিভৃত গ্রামে বাস করেন। সহজ-সরল-সাদাসিদে গ্রামীণ গরীব জীবন তার পছন্দ। তিনি পাগলের মতো ভালোবাসেন তার গ্রাম এবং এলাকার সাধারণ মানুষকে। বিশ্বব্যাপী নানামাত্রিক সমাজ কল্যাণের স্বপ্ন দেখেন। শিক্ষা ব্যবস্থা সংস্কার করে ভালো মানুষ তৈরির সিলেবাস সংযোজন করার প্রবক্তা এই সমাজকর্মী ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ