বিউটি আক্তার (beuty akter)

প্রথম পাতা » জীবনী » বিউটি আক্তার (beuty akter)


বিউটি আক্তার (beuty  akter)

বিউটি আক্তার 
১৯৯৪ সালে ২৮ শে ফেব্রুয়ারি সোমবার, শরিয়াতপুর জেলার জাজিরা থানাস্থ পালেরচর ইউনিয়নে হাজী মোহাম্মদ খোরশেদ আকনের কান্দিতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম বিউটি আক্তার রুনিয়া {রুবিয়া}। তার পিতা শুক্কুর মাতবর ও মাতা ফিরুজা বেগম। তারা আট ভাই-বোন (পাঁচ বোন, তিন ভাই)।
তিনি তার পিতা মাতার চতুর্থ সন্তান। ২০০১ সালে নারায়ণগঞ্জ শহরে পাঁ দেন। বর্তামানে তিনি নারায়ণগঞ্জ শহরে বাস করেন।
লেখাপড়া: ২০০৬ সালে নারায়ণগঞ্জ শহরে মাসদাইল বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে পড়ালেখা শেষ করেন।
প্রকাশিত মৌলিক গ্রন্থ: ‘পাপড়ির ভাঁজ ।


তথ্যসূত্র:
২০২০ সালে প্রকাশিত  ‘’পাপড়ির ভাঁজ’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ