শাহেদ সোলাইমান(Shahed solayman)
প্রথম পাতা » জীবনী » শাহেদ সোলাইমান(Shahed solayman)
১৯৮৪ সালের ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কল্যান্দী গ্রামের সরদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা মো. বাদশা মিয়া এবং মাতা শাহীন সালমা মিনুর দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ । তিনি ছোটবেলা থেকে ছিলেন দুরন্ত প্রকৃতির। মাঠে-ঘাটে, খালে-বিলে, নদীতে সাঁতার কেটে, মাছ ধরে, ঘুড়ি উড়িয়ে এবং নানা রকম খেলাধুলা করে কেটেছে তাঁর ছোটবেলা । তিনি কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। ক্লাস সেভেন পর্যন্ত তিনি বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন । তৎসময় কল্যান্দীর গ্রামের একেবারে নতুন স্থাপিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ওই স্কুল থেকে প্রথম ব্যাচ হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন । তিনি কদম রসূল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ থেকে ব্যবস্থাপনায় সম্মান ডিগ্রি অর্জন করেন। সরকারি তুলারাম কলেজ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি শুল্ক আবগারি ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে কর্মরত।
ছোটবেলা থেকে বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকায় তাঁর ছড়া ও কবিতা ছাপা হয়েছে। তিনি মূলত ইসলাম ধর্ম বিষয়ে লিখতে পছন্দ করেন।
তথ্যসূত্রঃ২০২০ সালে প্রকাশিত অনুভবের অনুভূতি তুমি ‘গ্রন্থ থেকে সংকলিত।